গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৬ আগস্ট: খানাকুলের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। এদিন ড্রোন ক্যামেরা উড়িয়ে খানাকুলের বন্যা পরিস্থিতি নজরদারি করলেন। বুধবার খানাকুলের বন্যা পরিস্থিতি ও নদীগুলি কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখতে আসলেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। এদিন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন। তার সাথেই ড্রোন ক্যামেরা উড়িয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে নজরদারি চালান।
জেলাশাসক ওয়াই রত্নাকর রাও বলেন, কদিন আগে জেলায় মিটিং করেছি। খানাকুলের বন্যা মোকাবিলার জন্য সব রকম ভাবে প্রস্তুত আছি।

