DM, Jagaddale, ছট পুজোর প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে জগদ্দলে গঙ্গার ঘাট পরিদর্শন জেলা শাসকের

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩নভেম্বর:ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত গারুলিইয়া, জগদ্দল, ভাটপাড়া সহ একাধিক এলাকায় প্রচুর সংখ্যক অবাঙালী ভাষাভাষীর মানুষ বাস করেন। ফলে ছট পুজো মহা ধুমধামের সঙ্গে ব্যারাকপুর শিল্পাঞ্চলে পালিত হয়ে আসছে বছর বছর। আর এই পুজো অনুষ্ঠিত হয় গঙ্গার পারে, তাই গঙ্গা তীরবর্তী পৌরসভাগুলিও ছট পুজো যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় তার জন্য তৎপর।

এই বছরের ছট পুজোর প্রস্তুতি কেমন ও কতটা করা হয়েছে তার খতিয়ে দেখতে জগদ্দলের অ্যালায়েন্স জুট মিলের গঙ্গার ঘাটটি পরিদর্শন করলেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরৎ ত্রিবেদী। এদিন জেলা শাসকের সাথে গঙ্গার ঘাট পরিদর্শন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার আলোক রাজোড়িয়া, ভাটপাড়া পৌরসভার কাউন্সিলররা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য আধিকারিকরা।

এদিন জেলা শাসক জানান, রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ কয়েকটা ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ ছিল। যেমন গঙ্গার ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, ঘাটে উৎসব চলাকালীন মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, অস্থায়ী বাথরুমের ব্যবস্থা করা সহ একাধিক সুযোগ সুবিধা পুণ্যার্থীদের দেওয়া ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *