দাসপুরের জয়রামচকে মিষ্টি জলে মুক্তো চাষের উদ্বোধন করলেন জেলা শাসক আয়েশা রানী এ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ ব্লকের জয়রামচকে মাটির সৃষ্টি প্রকল্পের অধীনে শুরু হল মিষ্টি জলে মুক্তো চাষ। আজ এর উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক আয়েশা রানী এ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সৌভিক ব্যানার্জি ও অনান্য আধিকারিকরা।

মানুষের বিকল্প আয়ের উৎস সন্ধানে মাটির সৃষ্টি প্রকল্পের অধীনে মাছ চাষ, আন্তঃফসল চাষ ইত্যাদির পাশাপাশি যে সমস্ত পুকুরে মাছ চাষ হচ্ছে তার মধ্যেই মুক্তো চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। মিষ্টি জলে মুক্তো চাষের ব্যাপারে প্রাথমিক ভাবে ১২ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাত দিন ধরে চলবে এই প্রশিক্ষণ।

জানা গেছে, প্রথমবার মুক্তো উৎপাদন করতে ৮ থেকে ১০ মাস সময় লাগবে। উৎপাদন শুরু হওয়ার পর থেকে মাথা পিছু মাসিক আয় দাঁড়াবে ৪৫০০ থেকে ৬০০০ টাকা। আত্মা প্রকল্পের ফান্ডে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ রকম বিকল্প আয়ের সুযোগ পেয়ে খুশি জয়রামচক মৃত্তিকা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সদস্যরা এবং স্থানীয় মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *