Indigenous Day, Keshiari, কেশিয়াড়িতে জেলা স্তরের বিশ্ব আদিবাসী দিবসের উদ্বোধন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের আয়োজনে এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ কেশিয়াড়ি রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল জেলা স্তরের বিশ্ব আদিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠান। আগামী চার দিন ধরে এই অনুষ্ঠান চলবে।

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রাজ্যজুড়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রাজ্য স্তরের মূল অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে ঝাড়গ্রামে। যেখানে নিজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেশিয়াড়ির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের একাধিক মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তাব্যক্তিরা। উপস্থিত ছিলেন জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন এবং সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইঞা, ক্রেতা সুরক্ষা বিভাগের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাত, জেলা শাসক পশ্চিম মেদিনীপুর খুরশিদ আলী কাদরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা পরিষদের সহ সভাধিপতি তথা বিধায়ক অজিত মাইতি, বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, পরেশ মুর্মু, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সন্দীপ টুডু, পশ্চিম মেদিনীপুর
এবং অন্যান্য গণ্যমান্য অতিথিরা।

অনুষ্ঠানে আদিবাসী সমাজের বিশিষ্ট প্রতিনিধি ও গুণীজনরাও উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় আদিবাসী গুণীজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের নিজস্ব নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে, যা অনুষ্ঠানে এক বিশেষ সাংস্কৃতিক আবহ তৈরি করে।

এদিনের অনুষ্ঠানে “সবুজ সাথী” প্রকল্পের অধীনে ছাত্র-ছাত্রীদের হাতে সাইকেল এবং “বি. আর. আম্বেদকর মেধা পুরস্কার” প্রদান করা হয়, যা ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে এবং শিক্ষা ক্ষেত্রে তাঁদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *