পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ মার্চ: রামজীবনপুর পৌরসভার মুকুটে নয়া পালক যোগ হলো। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে জেলা স্বাস্থ্য সম্মানে ভূষিত হল রামজীবনপুর পৌরসভা। রামজীবনপুর পৌর এলাকাকে ডেঙ্গু মুক্ত রাখার অনন্য অবদানের জন্য এই সম্মান দেওয়া হয় বলে জানা যায়।
২০২৩- ২০২৪ রামজীবনপুর এলাকায় একজনও ডেঙ্গু রোগে আক্রান্ত হননি। সেই কথা মাথায় রেখে জেলা স্বাস্থ্য দপ্তরের সম্মানের সম্মানিত রামজীবনপুর পৌরসভা। রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি জানান, আগামী দিনে পৌরসভার স্টাফ, সাফাই কর্মী, স্বাস্থ্য দপ্তর সমস্ত কাউন্সিলরদের নিয়ে এইভাবে পৌরসভাকে এগিয়ে নিয়ে যাব। জেলার প্রথম স্থান ধরে রাখার চেষ্টা করব।