জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: ভারত জাকাত মাঝি পারগানা মহলের অবিভক্ত মেদিনীপুর জেলার পক্ষ থেকে আগামী ৯ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার কুশপুতুল দাহ করার এবং পথ অবোরোধের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি ১৪ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য জেলা পরিষদ ঘেরাও করারও ডাক দেওয়া হয়েছে আদিবাসীদের ওই সমাজ সংগঠনের পক্ষ থেকে।
আদিবাসী সমাজ সংগঠনটির অভিযোগ, ষড়যন্ত্র করে তৃণমূল কংগ্রেস আদিবাসীদের মধ্যে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। তাদের আরও অভিযোগ, গত ২ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩নং বুগড়ি মুলুকের ৮নং নলবনা গ্রাম পঞ্চায়েত অফিসে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার উপস্থিতিতে আদিবাসী সমাজের ঐক্যতাকে ভাঙার লক্ষ্যে ও পারগানা মহলকে হাইজ্যাক করার জন্য বেশ কিছু লোভি আদিবাসী তৃণমূল নেতাকে নিয়ে একটি পৃথক মহল গঠন করে আদিবাসী সমাজকে কলুষিত করা হয়েছে। পারগানা মহলের পক্ষ থেকে এখানেই প্রশ্ন তোলা হয়েছে একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেত্রী হয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে কি করে পারগানা মহলের ব্যানার ব্যবহার করে প্যারালাল পারগানা মহল গঠন করে?

