District Council, President, “আমাদের পাড়া আমাদের সমাধান” শিবিরে মানুষের পাশে দাঁড়ালেন জেলা পরিষদের সভাধিপতি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্শিম মেদিনীপুর, ৭ আগস্ট: আজ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড় ব্লকের মদনমোহন চক এলাকায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “আমাদের পাড়া আমাদের সমাধান”-এর অধীনে আয়োজিত বিশেষ শিবিরে উপস্থিত হয়ে জনসংযোগে অংশ নেন জেলা পরিষদের জনপ্রিয় সভাধিপতি শ্রীমতী প্রতিভা মাইতি।

তিনি এই শিবিরে এসে সরেজমিনে পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তাঁদের অভাব-অভিযোগ ও চাহিদার কথা মনোযোগ সহকারে শোনেন। বিভিন্ন সরকারি জনহিতকর প্রকল্প, যেমন স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, কৃষকবন্ধু, ও দুয়ারে সরকার সম্পর্কিত পরিষেবাগুলি আরও বেশি মানুষের কাছে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার প্রয়াসে তিনি প্রশাসনিক কর্মীদের সক্রিয় অংশগ্রহণের নির্দেশ দেন।

এদিনের এই শিবিরে মানুষের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রশাসনের প্রতি আস্থা ও মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলির প্রতি মানুষের ইতিবাচক মনোভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *