জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি সৌমেন খাঁন সহ অন্যান্য নেতা কর্মীরা। জেলা কংগ্রেস সভাপতি সৌমেন খাঁন জানান, প্রণব মুখার্জি কংগ্রেসের মন্ত্রী থাকাকালীন পশ্চিম মেদিনীপুর জেলা সহ রাজ্যের ও দেশের অনেক কাজ করেছেন। রাষ্ট্রপতি নির্বাচন হবার পরে মেদিনীপুর শহরের হেরিটেজ কলেজিয়েট স্কুল সহ শহরের কুষ্ঠ হাসপাতালের উন্নতির জন্য আর্থিক সাহায্য করেছেন। তার প্রয়াণে রাজ্য ও দেশের রাজনীতির প্রভূত ক্ষতি হল। জাতীয় কংগ্রেস ও দেশ একজন সৎ ও দক্ষ নেতাকে হারাল।

