পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: কেশিয়াড়ির বিমলেশ্বর ময়দানে জেলা সম্মেলন করলো সারা বাংলা আদিবাসী বৈগা সমাজ। প্রথমে কেশিয়াড়ি হাইস্কুল মাঠ থেকে মিছিল শুরু হয়ে বাসস্ট্যান্ডে পৌঁছায়। সেখানে ঘন্টাখানেক চলে বৈগা সমাজের সংস্কৃতি নাচ, গান। সেখান থেকে মিছিল বিমলেশ্বর ময়দানে আসে। সেখানেই হয়েছে সম্মেলন।
সম্মেলন থেকে তাদের জাতিগত শংসাপত্র ফের প্রদানের দাবি তোলা হয়েছে। গত ৬ এপ্রিল এই দাবিতে জেলাজুড়ে অবরোধ আন্দোলনের ডাক দিয়েছিল সংগঠনটি। তবে প্রশাসনের সঙ্গে বৈঠকের ফলে সেই আন্দোলন আপাতত স্থগিত করেছে বৈগা সমাজ। তবে তাদের, দাবি, প্রতিশ্রুতি মতো দ্রুত পদক্ষেপ না হলে অবরোধ আন্দোলনের পথেই হাঁটবে বলে জানিয়ে সংগঠনটি।
সংগঠনের রাজ্য সম্পাদক বসন্তকুমার রাউত বলেন,
“ব্লক ও মহকুমা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। দ্রুত শংসাপত্র প্রদানের কথা জানানো হয়েছে। সেই কারণে আন্দোলন স্থগিত রাখা হয়েছে। আমরা চাই প্রশাসন দ্রুত কথা রাখুক। নইলে অবরোধ আন্দোলন শুরু হবে।”