ঝাড়গ্রামে বনাধিকার গ্রামসভা মোর্চার জেলা সম্মেলন

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের বলাকা সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হল বনাধিকার গ্রামসভা মোর্চার প্রথম সম্মেলন। সম্মেলনের আহ্বায়ক ছিলেন চৈতন বেসরা, মন্টু মুর্মু, সুধাময় মুরমু এবং সুরেন্দ্রনাথ হাঁসদা। ২০০ জনের বেশি বনবাসী মানুষ সম্মেলনে অংশগ্রহণ করেন।
 
বনবাসীদের তপশিলী উপজাতি ও অন্যান্য চিরাচরিত বনবাসী (বনাধিকারের স্বীকৃতি) আইন, ২০০৬ প্রয়োগ করার জন্য বনাধিকার গ্রামসভা মোর্চার পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। আবেদনপত্রে বলা হয়েছে, গ্রামবাসীরা ইতিমধ্যেই গ্রামসভা তৈরি করেছেন এবং গ্রামসভার মাধ্যমে আইন মোতাবেক দাবিপত্র জমা দিয়েছেন, তা যেন সহানুভুতির সঙ্গে বিবেচনা করা হয়। সম্মেলনে বনাধিকার স্বীকৃতি আইন বিষয়ক বক্তব্য রাখেন কলকাতা হাইকোর্টের আইনজীবী শান্তনু চক্রবর্তী, নয়াগ্রাম ব্লকের মলম গ্রাম পঞ্চায়তের উপপ্রধান সুপাই মুর্মু, বলাকা সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক নভেন্দু হোতা ও সমাজকর্মী সৌমেন রায় সহ অন্যান্য বনাধিকার কর্মীরা।

এছাড়াও নয়াগ্রাম ব্লকের ৭টি গ্রাম সভা- কলমাপুখুরিয়া পশ্চিম, ভালিয়াচাটি, চিরিপিটি, হাড়িমারি খাসজঙ্গল, বাঁশিয়াশোল, খাসজঙ্গল নলদাম এবং জঙ্গলখাস জে এল ১১৯, বিনপুর ২ ব্লকের ৩ টি গ্রাম সভা- জয়পুর মুর্গাডাবর, বাঁকশোল, জুজারধরা গ্রামসভা এবং জাম্বনি ব্লকের দর্পশিলা গ্রাম সভা থেকে প্রতিনিধিরা সম্মেলনে তাদের বক্তব্য তুলে ধরেন। 
 
গ্রামের বনজ সম্পদ এবং জীববৈচিত্র রক্ষা করবেন, জল সম্পদ কিভাবে ব্যবহার করবেন, জীবন জীবিকা উন্নয়নের জন্য বনাধিকারের স্বীকৃতি কেন প্রয়োজন এ নিয়ে সম্মেলনে বিশদ আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *