পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: আজ ৩০ শে ডিসেম্বর মহিলাদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এ.আই.এম.এস.এ)-এর পূর্ব মেদিনীপুর জেলার উত্তর সাংগঠনিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো, শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক হাইস্কুলে। সকাল ১০টায় নোনাকুড়ির বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে গোটা বাজার পরিক্রমা করে মিছিল পৌঁছায় বল্লুক হাইস্কুলে। সম্মেলন স্থলে সংগঠনের পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে মাল্যদানের পর শুরু হয় প্রতিনিধি সম্মেলন। সম্মেলনে নারী নির্যাতন বন্ধ, শিশু পাচার বন্ধ, বিজ্ঞাপনে অশ্লীল ছবি প্রদর্শনের প্রতিবাদে, খুন-ধর্ষণ বন্ধ সহ স্কিম ওয়ার্কারদের ন্যূনতম বেতন ও সম কাজে সম মজুরির দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা।

সম্মেলনে মূল বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সহ-সভাপতি মাধবী প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন, এসইউসিআই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি।
মহিলাদের এই আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে সিক্তা মাজিকে সভাপতি, প্রতিমা জানাকে সম্পাদক, মায়া খামরইকে কোষাধ্যক্ষ করে ৮৫ জনের এক শক্তিশালী জেলা কমিটি গঠিত হয়। সম্মেলনে প্রায় তিন শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।

