পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: আজ শালবনী বিধানসভার গড়বেতায় তৃণমূলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। গড়বেতার ৩ নং ব্লক এসটি সেল ও ৪ নম্বর উড়িয়াসাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন এলাকার দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র বিতরণ করেন এবং এলাকার মানুষের সাথে জনসংযোগ করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি ও তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা।


