আমাদের ভারত, মেদিনীপুর, ৯ জানুয়ারি: মেদিনীপুর শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা ইচ্ছেডানা দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে। শনিবার দুপুরে ইচ্ছেডানা পরিবারের সদস্য-সদস্যারা মেদিনীপুর শহরের কামার আড়া এলাকায় বেশ কিছু দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী সঙ্ঘমিত্রা জানা, সম্পাদিকা সুস্মিতা কুণ্ডু, সহ-সভাপতি গৌতম দেব, কোষাধ্যক্ষা জয়িতা জানা। এছাড়াও উপস্থিত ছিলেন ছিলেন পিয়ালী মাইতি, মৌমিতা রাউত, স্বাগতা সাহা, সুদীপ্তা মহাপাত্র, পার্থসারথি দে, শুক্লা চক্রবর্তী, সুতপা সাহা, ঝুমু কর্মকার, সুষমা পাল, তুহিনা পাল, দুহিতা সাহা, সৌমিতা সাহা প্রমুখ সদস্য-সদস্যাবৃন্দ।

উল্লেখ্য, এর আগে সংস্থার পক্ষ থেকে এই শীতের মরসুমে শালবনী ব্লকের কুতুরিয়া, বাজারপাড়া, শৈলী গ্রামের আর্থিক দিক পিছিয়ে থাকা বেশকিছু মানুষকে কম্বল, মাস্ক এবং এই ব্লকেরই কর্ণগড় এলাকার বেশকিছু ছাত্র ছাত্রীদের হাতে সোয়েটার তুলে দেওয়া হয়েছিল।

