সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে বাঁকুড়ায় জল বাতাসা বিতরণ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ মে: জেলা জুড়ে চলছে তাপপ্রবাহ। তীব্র গরমে নাজেহাল পথচলতি মানুষ। চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা।বেলা বাড়তেই সবাই বাড়ি মুখো। কিন্তু কাজ সারতে রোদ উপেক্ষা করেই বাইরে বের হতে হচ্ছে। তাদের সাময়িক স্বস্তি দিতে জল সত্রের আয়োজন করে সরস্বতী শিশু মন্দির। আজ সকালে কালীতলায় আয়োজিত জলসত্রে শিশু মন্দিরের শিক্ষক শিক্ষিকাদের সাথে যোগ দেন বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা।তিনি নিজে হাতে পথচলতি মানুষের হাতে সরবত, ছোলা, বাতাসা তুলে দেন। প্রচন্ড তাপপ্রবাহে ক্লান্ত পথচারীরা সাদরে তা গ্ৰহণ করে পরিতৃপ্ত। পঠন পাঠনের পাশাপাশি শিশু মন্দিরের এই মানবিক কার্যক্রমকে সকলেই সাধুবাদ জানান।

বিধায়ক নিলাদ্রী দানা বলেন, বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিচালিত সরস্বতী শিশু মন্দির শিশুদের পঠন পাঠনের পাশাপাশি সামাজিক কাজেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আজ জলসত্রের আয়োজনে যোগ দিতে পেরে নিজের খুব ভালো লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *