জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: স্বেচ্ছাসেবী সংস্থা এগরা উই কেয়ারের “শিক্ষাদিশারী ” প্রকল্পে দ্বাদশ শ্রেণির ২৫ জন ছাত্র- ছাত্রীর হাতে পাঠ্য পুস্তক ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এই ছাত্র-ছাত্রীদের গত বছর সংস্থার তরফে একাদশ শ্রেণির পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছিল। এগরা পৌরসভার একটি হলঘরে স্বাস্থ্যবিধি মেনে ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি উজ্জয়িনী ব্যানার্জি, সম্পাদক শ্যামাশীষ দাস, সহ সভাপতি সুভাষ নন্দ সহ অন্যান্য সদস্যারা।