আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি:মেচেদার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বিদ্যাসাগর স্মরণ সমিতির সহযোগিতায় আজ বিদ্যাসাগর অডিটোরিয়ামে বাৎসরিক পাঠ্যসামগ্রী বিতরণ ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রায় ৮০০ গরিব ছাত্র-ছাত্রীর হাতে পাঠ্য সামগ্রী এবং ৩৫ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি দেওয়া হয়। প্রয়াত রণজিৎ কাণ্ডার, ডঃ সুশীলা মণ্ডল, চন্দ্রনাথ মহাপাত্র ও দিপালী ভৌমিক স্মৃতি বৃত্তি দেওয়া হয় ওই অনুষ্ঠানে। অশোক হাজরা কয়েকজনকে পাঠ্যপুস্তক প্রদান করেন।
প্রথম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সদস্য দিলীপ মাইতি। ২য় পর্বে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্মবর্ষের প্রাক্কালে “শরৎ সাহিত্যে শিশু কিশোর” বিষয়ের উপর আলোচনা হয়। সভাপতিত্ব করেন গণেন রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ বিশ্বনাথ পড়িয়া, নৃপেন্দ্র কুমার রায়, অধ্যাপিকা অনুরূপা দাস, ডাঃ কালী শঙ্কর পাত্র ও অশোক হাজরা।