বিরোধীতার মাঝে ব্লক সভাপতির সমর্থনে পান্ডুয়ায় মিষ্টি বিলি সমর্থকদের

আমাদের ভারত, হুগলী, ১২ নভেম্বর: পান্ডুয়াতে ব্লক সভাপতি নিয়ে তরজা তুঙ্গে। একদিকে বিক্ষোভ দেখালো তৃণমূলের একাংশ, অপরদিকে সভাপতি সমর্থনে আজ লাড্ডু বিতরণ করলো তৃণমূলেরই অপর গোষ্টী। মঙ্গলবার ব্লক সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ছিল সহ সভাপতি সহ জেলা পরিষদের সদস্য ও কর্মাধ্যক্ষরা। অপর দিকে ব্লক সভাপতির সমর্থনে লাড্ডু বিলি করল অপর গোষ্ঠীর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও নেতা কর্মীরা।

বৃহস্পতিবার নবনিযুক্ত পান্ডুয়ার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায়ের সমর্থনে পান্ডুয়া ব্লকের ১৬টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথের কর্মীরা লাড্ডু বিতরণ করলেন। সেখানে জেলা সভাপতি দিলীপ যাদব জিন্দাবাদ, ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান তোলে তারা। পান্ডুয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জিত ঘোষ বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলায় দিলীপ যাদব কে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছেন এবং হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব পান্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি অসিত চট্টোপাধ্যায় কে পুনরায় সভাপতি করেছেন। তার জন্য কর্মীরা স্বতুস্ফূর্ত ভাবে বিভিন্ন এলাকার মিষ্টি বিতরণ করছেন।
আমরা এই সভাপতিকে পূর্ণ সহযোগিতা করব এবং আগামী দিনে তাঁর দেওয়া নির্দেশ মেনে আমরা দলের হয়ে কাজ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *