জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জুলাই:
দেশীয় প্রযুক্তিতে অন্যান্য সাধারণ মাছের মতই পাবদা মাছের চাষে উৎসাহিত করতে রাজ্য মৎস্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আত্মা প্রকল্পে কৃষকদের উৎসাহ দিতে শনিবার নারায়ণগড়ে পাবদা মাছের চারা বিলি করেছে কৃষি দফতর। এদিন নারায়নগড় ব্লকের ১৫ জন মৎস্য চাষির হাতে ৬০০টি পাবদা মাছের চারা দেওয়া হয়। মাছের চারা তুলে দেন কৃষি বিভাগের টেকনিক্যাল ম্যানেজার বকুলকুমার সাউ।

তিনি বলেন, দেশীয় প্রযুক্তিতে অন্যান্য সাধারণ মাছের তুলনায় পাবদা মাছের চাষে উৎসাহিত করতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে মৎস্যজীবীদের হাতে এই পাবদা মাছের চারা তুলে দেওয়া হয়। দেশীয় মাছের সাথে পাবদা মাছকে বাজারজাত করার লক্ষ্যেই এই উদ্যোগ।

