কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: গাছকে সবুজ সোনা ভেবে পালন করুন, বাঁচান পরিবেশ, এই স্লোগানকে হাতিয়ার করে আজ ঘাটালের একটি বেসরকারি স্কুল গাছ বিতরণ করল। প্রথমে ঘাটালের মহকুমাশাসকের হাত দিয়ে উদ্বোধন করে চারাগাছ বিতরণ করল ঘাটালের বেসরকারি বিবেকানন্দ মিশন স্কুল। ঘাটাল বিবেকানন্দ মিশন স্কুলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় চারাগাছ বিতরণ করার। সেইমতো স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলের ছোটছোট পড়ুয়াদের নিয়ে বেড়িয়ে পড়ে চারাগাছ বিতরণ করতে।
প্রথমে তারা ঘাটাল মহকুমাশাসকের দপ্তরে গিয়ে মহকুমাশাসক অসীম পালের হাতে চারাগাছ তুলে দেন। তারপর সমস্ত স্টাফের হাতে একটি করে চারাগাছ তুলে দেন ছোট ছোট শিশুদের দিয়ে। এরপর ঘাটাল পৌরসভায় যান চারাগাছ বিতরণ করতে।স্কুলের তরফে বলা হয় যেমন সবাই সোনা ভালবাসেন তেমনই গাছকে সবুজ সোনা ভেবে পালন করুন। পরিবেশ বাঁচাতে গাছের প্রয়োজন। দিন দিন গাছ কাটা হচ্ছে পরিবর্তে গাছ লাগানো হচ্ছে না। তাই শিশুদের দিয়ে প্রচার করে আজ গাছ বিতরণের উদ্যোগ।