গোপীনাথপুর সারদা আশ্রমের উদ্যেগে ত্রাণ বিতরণ

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল: করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এল মেদিনীপুর সদর ব্লকের গোপীনাথপুর সারদা আশ্রম। মঙ্গলবার সকালে আশ্রম প্রাঙ্গণ থেকে আশ্রম পার্শ্ববর্তী রামনগর ও গোপীনাথপুর এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ষাটটি হিন্দু-মুসলিম পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। ত্রাণ হিসেবে মূলতঃ শুকনো খাবার দেওয়া হয়। ত্রাণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রব্রাজিকা বেদবতী, প্রব্রাজিকা সুলভা, প্রব্রাজিকা অজয়া সহ অন্যান্য প্রব্রাজিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *