বেলদায় বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুন: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অধীন বেলদা বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত কুশবসান বিজ্ঞান চক্রের ব্যবস্থাপনায় এবং ধনেশ্বরপুর রামকৃষ্ণ অর্চনালয়ের আর্থিক সহায়তায় নারায়ণগড় ব্লকের কুশবসান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রহরাজপুর সহ পার্শ্ববর্তী আরও চারটি গ্ৰামের ৫২টি দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আশ্রমের পক্ষে মৃণাল কান্তি পাল ও অরবিন্দ পাল। বিজ্ঞান কেন্দ্রের পক্ষে সৌমেন মণ্ডল, সুজিত ঘোষ, প্রভাত শতপথী, প্রশান্ত দাস, বাবলু ধল, প্রদীপ মহাপাত্র প্রমুখ বিজ্ঞান কর্মীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *