খড়্গপুরে সিপিএমের উদ্যোগে ত্রাণ সামগ্রী ও ওষুধ বিলি

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন: সোমবার খড়্গপুরের ইন্দায় সিপিএমের ২৩ নং শাখা কমিটির উদ্যোগে এলাকার আমডাঙায় ত্রাণ সামগ্রী বন্টনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ছাড়াও বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। এছাড়াও সবার হাতে হোমিওপ্যাথি ওষুধ “আরসেনিকাম অ্যালবাম ৩০” তুলে দেন ডাঃ দীপক সাহু।

উপস্থিত জনগণ নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে ত্রাণ ও ওষুধ সংগ্রহ করেন। কর্মসূচির সূচনা করেন সিপিএম জেলা কমিটির সদস্যা স্মৃতিকণা দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির সদস্য সবুজ ঘোড়াই, জাতীয় কংগ্রেস নেত্রী ও এলাকার প্রাক্তন কাউন্সিলর অপর্ণা ঘোষ, সিপিএম নেতা গৌতম দত্ত, শংকর হালদার প্রমুখ। উপস্থিত সবারই থার্মাল চেকিং করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *