আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ২৭ মার্চ:
করোনার আক্রমণ থেকে বাঁচতে আজ বারুইপুর মহিলা থানার পুলিশ এবং বারুইপুর ভাই ভাই সংঘ ও বারুইপুরের এক ব্যাবসায়ী সংস্থার পক্ষ থেকে নিষিদ্ধ পল্লিতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হল। বারুইপুরে এই নিষিদ্ধ পল্লিতে ছোট-বড় সব রকমের মানুষকে এই জিনিস গুলি বিতরণ করা হয়।
বারুইপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাকলি ঘোষ কুন্ডু এই নিষিদ্ধ পল্লির মানুষদের বার বার করে অনুরোধ করে আপনারা ঘর থেকে বাইরে বেরোবেন না। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরতে নিষেধ করেন।
সেই সঙ্গে পথচলতি মানুষকেও করোনা ভাইরাসের সংক্রামণ যাতে না হয় সেই জন্য সজাগ করেন।
তবে বারুইপুর নিষিদ্ধপল্লির মানুষরা এই পরিষেবা পেয়ে বেজায় খুশি।