জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ আগস্ট:
ডেবরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বন ও ভূমি দফতরের সহযোগিতায় মঙ্গলবার ২০টি আদিবাসী পরিবারকে পাট্টা ও শংসাপত্র দেওয়া হয়েছে। সেই সঙ্গে সবুজায়নের লক্ষ্যে ডেবরা ব্লকের ১৪টি পঞ্চায়েত এলাকার বেশ কিছু আদিবাসী পরিবারকে এবং সাধারণ মানুষের মধ্যে গাছ বিতরণ করা হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়েছে বলে ডেবরা পঞ্চায়েত সমিতি সূত্রে জানাগেছে।
এদিনের পাট্টা ও চারা গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ,
বিএলআরও, এসডিও, এডিএম, পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষরা।

