আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতোর উদ্যোগে রবিবার গোয়ালতোড় এলাকার প্রায় হাজার খানেক দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। এদিনই শালবনি ব্লকের বুড়িশোল গ্রামে দারিদ্র সীমার নিচে বসবাসকারী দিন আনা দিন খাওয়া মানুষজনের পাশে দাঁড়িয়ে শালবনির এক ব্যবসায়ী ও বিশিষ্ট কয়েকজন সমাজসেবী ব্যক্তি তাদের মধ্যে খাদ্য দ্রব্য বিলি করেছেন। গ্রামবাসীদের প্রত্যেককে সাবানও দেয়া হয়েছে। এদিন প্রায় ৯০ জনকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে খাদ্য দ্রব্য বিলি করা হয়। খাওয়ার পর স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেন উদ্যোক্তা সমাজসেবী ও ব্যবসায়ীরা।