আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: সবং পঞ্চায়েত সমিতি এলাকায় পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কোমলের উদ্যোগে বৃহস্পতিবার এলাকার গরিব মানুষদের পরিবার পিছু দু কিলো চাল, এক কিলো আলু, এক কিলো বেগুন, এক কিলো টমেটো, একটি সাবান, ২৫০ গ্রাম ডাল দেওয়া হয়েছে। ত্রাণ বিতরণ শিবিরে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ, সবং’য়ের বিডিও অভিজিৎ ব্যানার্জি এবং ওসি সুব্রত বিশ্বাস। তেরোশো পরিবারের হাতে এই খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্য তুলে দেয়া হয়।
এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য জেলাশাসককে অনুরোধ করেছিলেন স্থানীয় বিধায়ক গীতা ভুঁইঞা এবং সাংসদ মানস ভুঁইঞা। বিশেষ করে লোধা, শবর, আদিবাসী এবং সংখ্যালঘু মানুষদের এসময় কিছু খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য করার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে জেলাশাসক বৃহস্পতিবার সবং বাজারে গিয়ে খাদ্য সামগ্রী বন্টন করেন।বৃহস্পতিবার সবংয়ের দেভোগ সহ ১৫টি গ্রামে দেড় হাজার মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সাংসদ মানস ভুঁইঞা, বিডিও অভিজিৎ মুখার্জি। বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, সবজি, সাবান তুলে দেওয়া হয়।