আমাদের ভারত, মেদিনীপুর, ৮ মে: লকডাউন পর্বে নাতির জন্মদিন উপলক্ষে মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডের তোলাপাড়াতে ৫০ জন দুঃস্থ মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছেন ওই এলাকার বাসিন্দা রাজশ্রী মন্ডল। মেদিনীপুর শহরের হেল্পিং হ্যান্ডের সহযোগিতায় রাজশ্রী দেবী তাদের হাতে চাল, ডাল, আলু, বিস্কুট, সোয়াবিন ও ডিম তুলে দেন। তিনি জানিয়েছেন, আমার মেয়ে রুপা মহাপাত্র, জামাই অভিজিৎ মহাপাত্র নাতি রোহিত মহাপাত্র এবং রাজ মহাপাত্র এই খাদ্য সামগ্রী দান করার সময় উপস্থিত ছিল। বড় নাতি রোহিতের জন্মদিনের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে অনুষ্ঠানের বরাদ্দ অর্থে এদিন স্থানীয় বাসিন্দাদের মধ্যে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশিষ্ট বাচিক শিল্পী রত্না দে এবং গোপাল সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অন্যদিকে মেদিনীপুর শহরের বেড়বল্লভপুর এলাকার রক্ষিত পরিবারের ছোট ছেলে অর্পণ রক্ষিত তার শুভ জন্মদিনের অনুষ্ঠান বাতিল করে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে প্রয়োজনীয়় বেশ কিছু খাদ্যদ্রব্য তুলে দিয়েছেন খাদ্যদ্রব্য বিতরণের পর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ২১বছরের অর্পন রক্ষিত তার জন্ম দিনের অনুষ্ঠান বাতিল করে দুঃস্থ মানুষদের পাশেে দাঁড়ানোয় শহরের বিশিষ্ট ব্যক্তিরা এবং তাার বন্ধু মহল প্রশংসা করেছেন।