আমাদের ভারত, মেদিনীপুর, ৩ জুন: পঁচিশ তম বিবাহ বার্ষিকীর আনন্দ ছেড়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন মেদিনীপুর শহরের দম্পতি লক্ষ্মীকান্ত ও সুনিতা দাস। রাজ্যজুড়ে লক ডাউন পরিস্থিতিতে নিজেদের বিবাহ বার্ষিকীর রজত জয়ন্তী দিনের আনন্দ অনুষ্ঠান বাতিল করে ওই দম্পতি প্রায় ৪০০ গরিব মানুষের হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেন। শহরবাসী দাস দম্পতির এই উদ্যোগের প্রশংসা করে তাদের মঙ্গল কামনা করেছেন। শহরের গরিব মানুষদের খাদ্যসামগ্রী দেওয়ার সময় উপস্থিত ছিলেন সমাজসেবী গোপাল সাহা, প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ পান্ডব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।