আমাদের ভারত, মেদিনীপুর, ৬ মে: মেদিনীপুরের হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শহরের মিরবাজার এলাকায় প্রায় ২০০ জন দরিদ্র মানুষের হাতে চাল, আলু, বিস্কুট সহ ৫ কেজি করে খাদ্য শস্য দেওয়া হয়েছে। শহরের সমাজসেবী গোপাল সাহা, সংগঠনের সভাপতি রাজর্ষি দত্ত, সুদীপ্তা দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই কর্মসূচি নেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে শহরের ট্রাফিক পুলিশদেরও ফুল মিষ্টি দিয়ে সম্বর্ধিত করা হয়েছে। তাছাড়াও মেদিনীপুর শহরের যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা সামাজিক বাধায় ঘরে ঢুকতে সমস্যায় পড়েছেন, এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে সেইসব সমাজকর্মীদের (ডাক্তার, নার্স) সম্মানিত করা হয়েছে। আজ সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন রিতা বেরা, গোপাল সাহা সহ শহরের অন্যান্য বিশিষ্ট নাগরিকরা।