মেদিনীপুরের দুটি এলাকায় কুইজ কেন্দ্রের উদ্যোগে উৎসবের উপহার বিতরণ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ অক্টোবর: মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শনিবার সবং ব্লকের খোলাগেড়্যা এলাকার বাগালপাড়া ও শালবনী ব্লকের যুগডিহা গ্রামে “নতুন বস্ত্র উপহার” কর্মসূচি নেওয়া হয়।

এদিন সকালে সংস্থার সদস্যদের একটি দল সবংয়ের খোলাগেড়্যা এলাকার সবদিক থেকে পিছিয়ে থাকা গ্রাম বাগালপাড়ায় উপস্থিত হন। সেখানে অশিক্ষার অন্ধকার দূর করার লক্ষ্যে গত মহালায়ার দিন দুই সমাজকর্মী শিক্ষক শান্তনু অধিকারী ও ভাস্করব্রত পতির উদ্যোগে “বর্ণপরিচয়” নামে যে পাঠশালা শুরু হয়েছে সেখানে উপস্থিত হয়ে সেই পাঠশালার সমস্ত শিশুদের পাশাপাশি গ্রামের অন্যান্য শিশু ও কিশোর-কিশোরী মিলিয়ে মোট ৪৪ জনের হাতে নতুন পোশাক তুলে দেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্যরা। সংস্থার পক্ষ থেকে পাঠশালার পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

সংস্থার সদস্য-সদস্যাদের একটি দল শালবনি ব্লকের যুগডিহা গ্রামে গিয়ে চল্লিশটি শবর পরিবারের শিশু ও কিশোর-কিশোরীদের হাতে নতুন জামাকাপড় ও একটি করে মেহগনি গাছ তুলে দেন। বাগালপাড়া ও যুগডিহা উভয় জায়গাতেই মিষ্টি মুখের ব্যবস্থা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *