কন‍্যার ষষ্ঠ জন্মদিনে শিক্ষক দম্পতির উদ‍্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: মেয়ের জন্মদিনের আনন্দটা আরও কিছু শিশুর সাথে ভাগ করে নিলেন মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা শিক্ষক দম্পতি। মঙ্গলবার, কেশপুর ব্লকের মহিষাগেড়া হাইমাদ্রাসার ভূগোলের শিক্ষক নরসিংহ দাস এবং কেশিয়াড়ি ব্লকের করাটা রসড়া মুড়াকাটা নটবর বিদ‍্যাপীঠের ভূগোলের শিক্ষিকা সুরঞ্জনা প্রধান দাসের একমাত্র কন্যা মধুপর্ণা দাসের ষষ্ঠ জন্মদিন উপলক্ষ্যে ৩০ জন শিশুর হাতে তুলে দেওয়া হল কেক ও নানা শিক্ষা সামগ্রী।কেশপুর ব্লকের মুন্ডলিকা নবারুণ সংঘের সহযোগিতায় মুন্ডলিকা গ্রামে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষক নরসিংহ দাস শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।

নবারুণ সংঘের পক্ষে উপস্থিত ছিলেন অঞ্জন ঘোষ ও মিলন রায়। এছাড়া ছিলেন শিক্ষক মণিকাঞ্চন রায়, রাজেশ বেরা, পীযূষ রানা প্রমুখ। নরসিংহবাবু বলেন, নিজের কন‍্যার জন্মদিনের আনন্দ আরও কিছু শিশুর সাথে ভাগ করে নেওয়ার জন্য তাঁর এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *