শালবনিতে ক্লাবের উদ্যোগে দৈনিক সবজি বিতরণ

আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ এপ্রিল: শালবনির স্বেচ্ছাসেবী সংগঠন শালবনি জাগরণ, ইয়ং এসোসিয়েশন ও শালবনি জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে দৈনিক সবজি বিতরণ কর্মসূচি। খোলা মাঠে বিতরণ করা হচ্ছে এই সবজি।

এলাকার কৃষকরা তাঁদের উৎপাদিত ঢেঁড়স, কুন্দরী, কুমড়ো, সসা সহ বিভিন্ন তরিতরকারি বর্তমানে ২ থেকে ৭ টাকা কেজি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে l এই পরিস্থিতিতে শালবনির এই সংস্থাগুলি কৃষকদের সেইসব উৎপাদিত সবজি বাজারদরের থেকে সর্বনিম্ন দু টাকা বেশি দামে কিনে নিয়ে দরিদ্র সাধারণ মানুষের মধ্যে বিতরণ করছেl বৈশাখ মাসের প্রথমদিনে প্রায় ২৩০টি পরিবারকে সেইসব সবজি পৌঁছে দিয়ে সহযোগিতা করা হচ্ছে, এতে সাধারণ বাজার প্রভাবিত হবে না বলেই সংস্থাগুলির স্বেচ্ছাসেবকদের দাবিl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *