কুমারেশ রায়, অামাদের ভারত, ১ মে: পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আজ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীর পরিজনদের জন্য দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হয়। সমিতির পক্ষ থেকে মানস ঘোষ জানান, স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় আজ প্রায় ৬০০ জন মানুষকে খাবার দেওয়া হয়। এই সময় লকডাউনের জন্য সমস্ত হোটেল ও অন্যান্য খাবার দোকানগুলি বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে আসা রোগীর পরিজনরা খুব অসুবিধার মধ্যে পড়ছেন। তাই আমাদের এই প্রচেষ্টা।
সমিতির স্থানীয় সকল সদস্য আজ এখানে উপস্থিত থেকে প্রত্যক্ষভাবে সহযোগীতা করেন এবং ভবিষ্যতেও এরকম উদ্যোগ গ্রহণের কথা জানান। মানসবাবু আরো জানান, যে এই দুঃসময়ে এই সমিতি তার ঐতিহ্য মেনে সমগ্র রাজ্যজুড়ে এরকম বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়েছে এবং নেবে। গত ১৭ এপ্রিল সমিতির পক্ষ থেকে এক লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়।