আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ মে: শুক্রবার পিংলা বিধানসভার অন্তর্ভুক্ত খড়গপুর গ্রামীণ এলাকার মেহেদিপুর ও বসন্তপুর অঞ্চলের বেশ কিছু দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে ঘাটালের সাংসদ দীপক অধিকারীর পাঠানো রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে। ডেবরা গ্রামীণ উৎসব কমিটির সভাপতি সীতেশ ধাড়া ও অন্যান্য সদস্যদের তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব বজায় রেখে এদিন এলাকাবাসীদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়। সীতেশ বাবু ছাড়াও উপস্থিত ছিলেন সুশান্ত পাল, বিশ্বজিৎ চক্রবর্তী, আনন্দ মাঝি, পিনাকী মাইতি, বিকাশ খামরই, সম্বিত মাইতি, মন্তাজ আলী, আনোয়ার আলী, ছোট্টু আলী, রঘুনাথ চক্রবর্তী, পিন্টু দোলই, রাজেন সিং।