জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর: আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও কোতওয়ালী থানার সহযোগিতায় মঙ্গলবার প্রায় এক হাজার দুঃস্থ মানুষকে বস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। এদিন পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদ হলে এক অনুষ্ঠানে বস্ত্র ও মাস্কগুলি দুঃস্থ মানুষদের হাতে তুলে দেন জেলার পুলিশ সুপার দিনেশ কুমার এবং জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা পুলিশ সুপার দিনেশ কুমার, জেলাপরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি ছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুরের সমাজসেবী প্রসেনজিৎ চক্রবর্তী, নির্মাল্য চক্রবর্তী, বিশ্বনাথ পাণ্ডব ও জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষ ও পশ্চিম মেদিনীপুরের সমস্ত বিধায়কেরা।