সরকারি কর্মচারি ইউনিয়নের উদ্যোগে বাঁকুড়ায় দরিদ্র শিশুদের বস্ত্র বিতরণ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ অক্টোবর: পুজোয় শিশুদের আনন্দ দিতে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারি ইউনিয়নের উদ্যোগে আজ দরিদ্র পরিবারের ১৩০টির বেশি শিশুদের বস্ত্র বিতরণ করা হয়। আজ সকালে বাঁকুড়া কালেক্টরেটের মাইনরিটি হলে আয়োজিত এই কর্মসূচিতে বহু কর্মচারি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সার্ভিস ডক্টর ফোরামের রাজ্য সম্পাদক ও ডেপুটি সিএমওএইচ-৩ ডক্টর সজল বিশ্বাস, বিপিটিএ এর জেলা সভাপতি শ্রী স্বপন গরাই, ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের নেতা সুবোধ সিংহ, সরকারি চালক ও কারিগরি সমিতির জেলা সভাপতি মানিক মন্ডল সহ আরো অনেকে।

পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারি ইউনিয়নের বাঁকুড়া জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, আমাদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হলেও প্রায় প্রতিটি কর্মচারি এতে সাহায্য দিয়েছেন, দলমত নির্বিশেষে সকলে পাশে দাঁড়িয়েছেন। এটা কর্মচারিদের মানবিকতার একটা দিক‌। এই নিয়ে পরপর তিন বছর আমরা এই কর্মসূচি করে চলেছি। শারদ উৎসবের সময় বাস্তবে এটা একটা কর্মচারিদের উৎসবে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *