আমাদের ভারত, মেদিনীপুর, ২ জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার মেদিনীপুর শহরের উড়াল সেতুর সামনে মেদিনীপুর শহরের ৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নাগরিক দিবস ও দুঃস্থদের কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়। নাগরিক দিবসের পাশাপাশি এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রায় ৫০০ জনকে কম্বল বিতরণ করা হয়। উপস্থিত মানুষদের সামনে নাগরিক দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন বিধায়ক মৃগেন মাইতি, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, গর্ভমেন্ট প্লিডার সুকুমার পড়িয়া। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর মহিলা তৃণমূলের সভাপতি ও ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মৌ রায়।