জে মাহাতো, মেদিনীপুর, ১৯ অক্টোবর: করোনার মাঝেও পুজোর আনন্দটুকু ভাগ করে নিতে মেদিনীপুর ছাত্রসমাজের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও নতুন বস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে জেলার প্রান্তিক এলাকায়। প্রথম পর্বে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার পাথরপ্রতিমা থানার কামদেবনগর, দ্বিতীয় পর্বে বাঁকুড়া জেলার গোঁসাইজনড়া, পতিজনড়া, কলামী, যুগিবাঁইদ গ্রাম, তৃতীয় পর্বে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির ঠাকুরানপাহাড়ি ও শাঁখাভাঙা গ্রামের পাথরশিল্পী ও শবর পরিবারের বাচ্চাদের মাস্ক পরিয়ে নতুন বস্ত্র বিতরণ করেছে মেদিনীপুর ছাত্রসমাজ। আজ চতুর্থ পর্বে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ভবানীপুরের কিন্নরপাড়ায় ৩০ জনকে শাড়ি ও কৌশল্যার পতিতালয়ে ৩৫ জনকে শাড়ি ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে ছাত্রসমাজের সদস্য-সদস্যারা।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন মেদিনীপুর ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী, সম্পাদক রাজকুমার বেরা, সহ সভাপতি আগন্তুক ঘোড়াই, সহ সম্পাদক অনিমেশ প্রামানিক, কোষাধ্যক্ষ কৌশিক কঁচ, সমাজকর্মী ঝর্ণা আচার্য, প্রলয় মন্ডল, সোমা চট্টরাজ, রিতা ঘোষাল, অভিজিৎ চক্রবর্তী, গিরিধারী মাইতি প্রমুখেরা।
সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী বলেন, “প্রতিশ্রুতিমত এবারের পুজোতে কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে আমাদের সঙ্গে যে সকল শুভানুধ্যায়ী মানুষ সহায়তার হাত বাড়িয়েছেন, তাদের কুর্নিশ জানাই।”