শালবনীতে শতাধিক শিশু কিশোরকে পুস্তক সামগ্রী বিতরণ  

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ জুলাই:
লকডাউনে বিদ্যালয় বন্ধ থাকা পরিস্থিতিতে মেছেদা শহরের সিআইএমএস ইনস্টিটিউট এবং পশ্চিম মেদিনীপুর সদর উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে শালবনীর ৪ নং বাঁকিবাঁধ অঞ্চলের প্রধান ও প্রাথমিক শিক্ষক কৌশিক দোলইয়ের সক্রিয় সহযোগিতায় একশজনের বেশি শিশু কিশোরকে পুস্তক সামগ্রী দেওয়া হয়েছে।

শিক্ষক সংগঠনের সভাপতি তন্ময় সিংহ জানান, এই লকডাউনে ভিন্ন স্বাদের দুটি করে পাঠ্যপুস্তক ও মাস্ক এবং কলম তুলে দেওয়া হয় শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণির একশ কুড়ি জন শিশু পড়ুয়াকে। সিআইএমএস ইনস্টিটিউটের কর্ণধার প্রসেনজিৎ মান্না ও পূরবী মান্না “অরন্য সপ্তাহ” উপলক্ষ্যে প্রতিকী বৃক্ষরোপন করেন। অঞ্চল প্রধান কৌশিক দোলই ও গড়বেতার শিক্ষক অভয় মিশ্র সংগঠনের হয়ে একাদশ শ্রেণির এক ছাত্রের হাতে বিজ্ঞান বিভাগের  সমস্ত পাঠ্যপুস্তক তুলে দেন।  অনুষ্ঠানের শেষে পঞ্চাশ জন প্রান্তিক মানুষের হাতে ব্যাবহারযোগ্য পুরনো পোশাক তুলে দেন সিআইএমএস কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *