বিদ্যাসাগরের জন্মভূমিতে দুস্থ বিধবাদের কম্বল বিতরণ

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ সেপ্টেম্বর:
বিদ্যাসাগর দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে দুস্থ বিধবা মহিলাদের কম্বল দেওয়া হল মঙ্গলবার। এর আগে ঘাটাল কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন উদযাপন কমিটির সদস্যরা। এরপর বীরসিংহ গ্রামে বাইকর‍্যালি করে যান উদযাপন কমিটির সদস্যরা।

বিদ্যাসাগরের জীবন ও দর্শনের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক পলাশ সিংহ রায়। অনুষ্ঠানে ছিলেন উদযাপন কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক অরুন পাল, বঙ্গীয় সাক্ষরতার প্রসার সমিতির তরফে সুবল ঘড়ুই এবং রাজিব মহাপাত্র।

আলোচনা সভায় পলাশ সিংহ রায় বলেন, তৎকালীন সমাজ ব্যবস্থায় অচলায়তন এবং কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করেছিলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর বলেছিলেন, সমাজের অর্ধেক অংশ নারী, তাই মহিলাদের উন্নয়ন জরুরি। তিনি বুঝেছিলেন সমাজে মহিলাদের উন্নতি না হলে, কুসংস্কার দূর না করলে সমাজের উন্নতি হবে না।
তিনি বিজ্ঞান ভিত্তিক পাঠক্রম এর সূচনা করেছিলেন। তিনি সংস্কৃত শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষার ওপর জোর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *