আমাদের ভারত, নদিয়া, ১৬ অক্টোবর: নদিয়া জেলা প্রশাসন ও নদিয়া জেলা সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের সহায়ক সরঞ্জাম বিতরণ করা হল। শুক্রবার নদিয়া জেলা পরিষদের দ্বিজেন্দ্রলাল রায় সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শাসক বিভু গোয়েল জানান, নদিয়া জেলা প্রশাসনের তরফ থেকে আজকে পঞ্চাশটা পরিবারকে হুইল চেয়ার ও কানের মেশিন দেওয়া হয়েছে। পাশাপাশি তেহট্টো, রানাঘাট, কল্যানী সাব ডিভিশনে ৫০ টা করে হুইল চেয়ার ও কানের মেশিন দেওয়া হচ্ছে। মোট ৪০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে। এর পরও যদি কেউ বাকি থাকে তাহলে তাদেরকে ডিসেম্বরে দেওয়া হবে।
এছাড়াও এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের হাতে বই, খাতা, রং পেন্সিল সহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। এদিন সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিভু গোয়েল, অতিরিক্ত জেলা শাসক নিধি মালি, নদিয়া জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু সহ অন্যান্য প্রশাসনিক নেতৃত্ব বৃন্দ।