জে মাহাতো, ঝাড়গ্রাম, আমাদের ভারত, ২৬ জুলাই:
আরো বেশি সবুজায়ণের লক্ষ্যে রবিবার সকালে সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজ মাধ্যম গোষ্ঠী “আমারকার ভাষা আমারকার গর্ব”র সহযোগিতায় চারাগাছ বিতরণ হল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের ব্লকের কুলটিকরির পাটাশোল এলাকায়। পাটাশোল এলাকায় দীর্ঘদিন বৃক্ষরোপণের কাজে রয়েছেন স্থানীয় এসসি হাইস্কুলের প্রাক্তন শিক্ষক পরিবেশ প্রেমী গৌরসাধন দাস চক্রবর্তী। তাঁকে সহযোগিতা করছেন উৎসাহী এলাকাবাসীরা। রবিবার এই সবুজায়ণ কর্মসূচিতে স্থানীয় ১০০টি আদিবাসী পরিবারের শিশু ও তাদের পরিবারের সদস্যদের হাতে ৩০০টি চারাগাছ তুলে দেওয়া হয়। প্রত্যেককে একটি করে আম, শাল ও কাজু গাছের চারা দেওয়া হয়।


