আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৯: জুন শুক্রবার জঙ্গলমহলের বিনপুর ২নং ব্লকের মৎস্যজীবীদের ত্রাণ বিতরণ করা হয়েছে। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের অন্তর্ভুক্ত ঝাড়গ্রাম জেলার শিলদা রাজার বাঁধ এলাকার ৩০ জন, খাঁদারানী জলাধার এলাকার ২০ জন এবং জয়পুর ফরেস্ট বাঁধ এলাকার ১০ জন দুঃস্থ মৎস্যজীবীকে কোভিড ১৯ এর ত্রাণ হিসেবে চাল, ডাল, তেল, আলু, সোয়াবিন বিস্কুট লবন ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শিলদা মাস্টার পাড়ায় আয়োজিত ত্রাণ বিতরণ কেন্দ্রে উপস্থিত ছিলেন ফোরামের ঝাড়গ্রাম জেলা কমিটির সভাপতি যতীন্দ্র নাথ মাহাত এবং ব্লক কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যরা।