নিজের সামান্য আয়ের টাকায় ২০০ গ্রামবাসীকে ত্রাণ বিতরণ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ মে: পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার গোবরা গ্রামে পবিত্র মণ্ডল নামে এক যুবক সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় আজ গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকার ২০০ জন গ্রামবাসীকে ত্রাণ বিতরণ করলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে একটি হাত ধোয়ার সাবান, দেড় কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, একটি সোয়াবিনের প্যাকেট এবং বিভিন্ন ধরণের আনাজ দেওয়া হয়।

ভয়াবহ মহামারি করোনার জেরে দেশে লকডাউন চলেছে। বহু মানুষ কর্মহীন। এরকম সময়ে পবিত্র মন্ডল মানবিকভাবে এলাকাবাসীর সাহায্যে এগিয়ে এসেছে। তাঁর নিজের একটি স্টেট ব্যাঙ্কে গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে গোবরা বাজারে। সেই স্থানে সকলকে সারিবদ্ধ ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিলি করলেন। পবিত্র মন্ডলের এই মহৎ উদেশ্যকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। পবিত্রর এই কাজে হাত লাগিয়ে সহযোগিতা করেছেন বাবা পরেশ মন্ডল এবং কাকা সুরেশ মন্ডল সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *