আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১২ অক্টোবর: জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীদের হাতে আক্রান্ত হলেন একই পরিবারের তিন সদস্য। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গোসাবা থানার অন্তর্গত শম্ভুনগরে। আহতদের নাম দেবব্রত বল, নিরঞ্জন বল ও সুভাষ বল। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে প্রতিবেশী রাধাকান্ত গায়েন, চিত্ত গায়েন, কানাই গায়েনের বিরুদ্ধে।
এ বিষয়ে গোসাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। পাশাপাশি গোসাবা হাসপাতালে চিকিৎসার পর তাঁদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, জোর করে নিরঞ্জন বলের জমির আল কাটতে গিয়েছিল রাধাকান্তরা। নিরঞ্জন ও তার পরিবার প্রতিবাদ করতে তাদের উপর হামলা চালায় অভিযুক্তরা।