সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ সেপ্টেম্বর: ভাগ্নের জমির পাশে জ্বালানি রাখাই কাল হল মামার। তার জেরে বাঁশের আঘাতে মৃত্যু হল মামার। বৃহস্পতিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগাদ থানার চরমণ্ডল পাকা বাড়ি এলাকায়। মৃতের নাম আব্দুলগণি মণ্ডল (৪২)। অভিযোগ, ভাগ্নের জমির পাশে জ্বালানির কাঠ রেখেছিল মামা আব্দুলগণি। তার জেরেই মামার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে ভাগ্নে শাহাবুদ্দিন মন্ডল। এরপরই উত্তেজিত জনতা অভিযুক্ত শাহাবুদ্দিনের বাড়িতে ভাঙ্গচুর চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামা ও ভাগ্নের মধ্যে বিবাদ চলছিল। কয়েক দিন আগে আব্দুলগণি নিজের বাড়ির সীমানায় জ্বালানির কাঠ
রেখেছিল। আজ সকালে সেই কাঠ সরিয়ে নিতে বলে অভিযুক্ত ভাগ্নে শাহাবুদ্দিন। মামা কাঠ সরাতে অস্বীকার করেন। শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। এরপরেই অভিযুক্ত শাহাবুদ্দিন বাঁশ তুলে মামার মাথায় আঘাত করে। ঘটনা স্থলেই রক্তাক্ত হয়ে পড়ে আব্দুলগণি। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে তড়িঘড়ি বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত প্রতিবেশী শাহাবুদ্দিনের বাড়ি চরাও হয়ে ভাঙ্গচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে বাগদা থানার পুলিশ এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয় শাহাবুদ্দিন ও তার বাবা আলাউদ্দিন মণ্ডলকে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।