বিধায়কের উপস্থিতিতে জীবাণুমুক্ত হল শান্তিপুরের বিভিন্ন জনসমাগম এলাকা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ এপ্রিল:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে করোনা আতঙ্কে যখন সারা রাজ্যে একের পর এক জনহিতকর পদক্ষেপ নেওয়া হচ্ছে তখন সেই জায়গায় দাঁড়িয়ে নদিয়ার শান্তিপুরও পিছিয়ে নেই। রবিবার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য নিজে দাঁড়িয়ে থেকে শান্তিপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগম এলাকা গুলিকে অগ্নিনির্বাপণ কেন্দ্রের সহায়তায় জীবাণুমুক্ত করালেন।

বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান, আমরা কিভাবে একত্রিত ভাবে করোনাকে জয় করতে পারি এটা তারই একটা পদক্ষেপ। প্রত্যেকটা জনবহুল এলাকা, সরকারি অফিস, শান্তিপুর বিধানসভা অন্তর্গত বিভিন্ন বাজারগুলি স্যানিটাইজ করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যেহেতু বাজারে জনসমাগম বেশি সে কারণে সবার আগে বিভিন্ন বাজারগুলিকে স্যানিটাইজ করা প্রয়োজন। এর আগে হাসপাতাল, মিউনিসিপ্যালিটি ডাকঘর মোর, বিভিন্ন ব্যাঙ্ক, বাস স্ট্যান্ডগুলো স্যানিটাইজ করা হয়েছে। আজ থেকে শুরু হয়েছে শান্তিপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন বাজারগুলিকে জীবাণুমুক্ত করার উদ্যোগ। এই প্রক্রিয়া প্রতিদিন চলতে থাকবে, যা আজ থেকে শুরু হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *