ভাটপাড়ায় তৃণমূলের দুই বিদায়ী কাউন্সিলরের নামে কুরুচিপূর্ণ পোস্টার, অভিযোগের তির বিরোধীদের দিকে

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ ডিসেম্বর: ভাটপাড়ায় শাসকদলের দুই বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোষ্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পৌর এলাকায়। রবিবার সকালে ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের সুন্দিয়া হাই স্কুলের সামনের মাঠের রেলিংয়ে পোষ্টার ঝুলতে দেখেন স্থানীয় প্রাতঃভ্রমন কারীরা।

ওই পোষ্টারে ১০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মনোজ গুহ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সীমা মন্ডলকে দুর্নীতিগ্রস্ত ও তোলাবাজ আখ্যা দেওয়া হয়েছে। শুধু তাই নয় ওই পোস্টারে অভিযোগ করা হয়েছে যে, “১০ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুই জন চরিত্রহীন, চোর, দুর্নীতিগ্রস্ত। তাই এদেরকে আগামী পৌর ভোটের টিকিট দেওয়া যাবে না।” সেই সঙ্গে এই পোস্টারে নতুন কাউন্সিলরদের তুলে আনার আবেদন করা হয়েছে। আর সাতসকালে এই পোস্টার দেখে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ অভিযুক্ত মনোজ গুহ ও সীমা মন্ডল। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার দিয়েছে তা নিয়ে সন্দেহের আবহ তৈরি হয়েছে তৃণমূলের মধ্যেই।

তবে এই গোটা বিষয়টি সম্পর্কে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা সামনে আসলেও তা সম্পূর্ণ অস্বীকার করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ভাটপাড়া-১ তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষের দাবি, অস্তিত্ব রক্ষার্থে বিরোধী দলগুলো একত্রিত হয়ে এসব নোংরা কাজ করছে। কারণ সামনেই পৌরসভা নির্বাচন। আর বিজেপি, কংগ্রেস, সিপিএম এই বিরোধী দলগুলি শূন্যে নেমে গেছে। ওরা তৃণমূল কংগ্রেস ও মুখ্য লমন্ত্রীর উন্নয়নকে টেক্কা দিতে পারছে না। আর বিরোধীদের কোনও গঠন মূলক চিন্তাধারা নেই এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজের সাথে লড়াই করতে পরছে না
তাই ব্যক্তিগত আক্রমন করছেন।”

তবে এই ঘটনা সম্পর্কে বিজেপি নেতা উমা শঙ্কর সিং বলেন, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের জেরেই এই পোষ্টার। তৃণমূলের মধ্যে ব্যক্তিগত খাওয়া খায়ী চরমে পৌঁছে গেছে। তাই এই পোস্টার পড়েছে। এখানে বিজেপি কিছুই করেনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *