আমাদের ভারত, পূর্বমেদিনীপুর, ৫ ডিসেম্বর: পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে বদল ঘটল। বর্তমান জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদবের পরিবর্তে নতুন পুলিশ সুপার হলেন প্রবীণ প্রকাশ। রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ পেয়েছে। খুব অল্প সময়ের ব্যবধানে এই পুলিশ সুপারের পরিবর্তনের ফলে জল্পনা রাজনৈতিক মহলে।
মাত্র পাঁচ মাস আগে জেলা পুলিশ সুপার হয়ে এসেছিলেন সুনীল কুমার যাদব। গত ৭ জুলাই তিনি পূর্ব মেদিনীপুর পুলিশ সুপারের দায়িত্ব নেন তৎকালীন পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়ের কাছ থেকে। রাজনৈতিক মহল ধারণা করেছিলেন জেলায় বিজেপির বাড়বাড়ন্ত ঠেকাতেই ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে সুনীল কুমার যাদবকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু সুনীলকুমার যাদবের ৫ মাস অতিক্রম না হতেই তাকে আবার সরিয়ে দেওয়া হল। রাজনৈতিক মহলের ধারণা শুভেন্দুর সঙ্গে ঘনিষ্টতার কারণে সুনীল কুমারকে সরিয়ে দেওয়া হল এই জেলা থেকে।
রাজ্য সরকারের পক্ষ থেকে শুক্রবার ৪ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে সুনীল কুমারকে পাঠানো হচ্ছে শিলিগুড়ির ডাবগ্রামে সিও (র্যাফ)-এর পদে। তাঁর জায়গায় আসছেন প্রবীণ প্রকাশ। যিনি বর্তমানে হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ জোন পদে দায়িত্বে ছিলেন।
অন্য দিকে, প্রবীণের ছেড়ে যাওয়া হাওড়ার কমিশনারেটের পদে আসছেন শিলিগুড়ির ডাবগ্রামের সিও (র্যাফ)-এর পদে থাকা অনুপম সিংহ। অনুপম সিংহের জায়গায় যাচ্ছেন সুনীল কুমার যাদব।
পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে এর আগেও নন্দীগ্রাম আন্দোলনের সময় ও রাজ্যে পালাবদলের সময় পূর্ব মেদিনীপুরে ঘন ঘন পুলিশ সুপার বদলি হয়েছিল ২০০৭ থেকে ২০১০-এর মধ্যে। আবার ২০১১ থেকে ২০১২ সালেও একাধিক পুলিশ সুপার বদলি হয়েছেন। এ বার নতুন করে ২০২০ সালে বারেবারে পুলিশ সুপার পদে বদল হচ্ছে।
শুভেন্দু অধিকারী কে ঘিরে পূর্ব মেদিনীপুরে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, রাজনৈতিক মহলের ধারণা এই অবস্থায় পুলিশ সুপার পদে রদবদল যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’। পুলিশ সূত্রে অবশ্য এই বদলি রুটিনমাফিক বলে জানানো হয়েছে।