সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৪ জুন: বাঁকুড়া অনুশীলন সমিতির উদ্যোগে বিশ্ব উষ্ণায়ন নিয়ে আজ এক আলোচনা সভার আয়োজন করা হয় কুচকুচিয়াস্থিত বাঁকুড়া অনুশীলন সমিতির ভবনে। বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে আয়োজিত এই আলোচনা সভায় বিশ্ব উষ্ণায়নের ভয়াবহতা, কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন অনুশীলন সমিতির সভাপতি রাজকুমার সুরেকা, সম্পাদক প্রদীপ নাগ, কল্যাণ রায় সহ সভাপতি বিপ্রদাস মিদ্যা, সহ সভাপতি প্রশান্ত মুখার্জি।

কবিতা পাঠ করে শোনান সমীর কুমার দাস। সঞ্চালনা করেন সমীর কুমার দাস। বিশ্বকে রক্ষা করতে বৃক্ষরোপণই অন্যতম পথ, বৃক্ষরোপনের উপর জোর দেন সভার আলোচকরা।সমিতির সদস্যরা শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় মাইকের মাধ্যমে পরিবেশ সচেতনতা প্রচার করা হয়। এতে অংশ গ্রহণ করে শুভজিৎ কর্মকার, সোমা রায়, শ্রাবণী ভদ্র, ভোম্বল আচার্য, সমীর কুমার দাস, সুজয় কুমার মোদক প্রমুখ।

